তৃণমূল কাউন্সিলরের পিন্টু দেবনাথের অফিসে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ। ঘটনাটি ঘটেছে গড়িয়া স্টেশন সংলগ্ন এলাকায়। ঘটনায় তিন তৃণমূল কংগ্রেস কর্মী আহত হয়েছেন। নরেন্দ্রপুর থানার পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গড়িয়া স্টেশন সংলগ্ন এলাকায় রয়েছে পিন্টু দেবনাথের অফিস। তিনি রাজপুর সোনারপুর ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। অভিযোগ শনিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ কয়েকজন দুষ্কৃতী বাঁশ-লাঠি নিয়ে হামলা চালায়। ভাঙচুর চালানো হয় পুরো অফিসজুড়ে। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন তিন তৃণমূল সমর্থক। মেরে তাঁদের মাথা ফাটিয়ে দেওয়া হয়।
পিন্টু দেবনাথের অভিযোগ, বেশ কয়েকদিন ধরে গড়িয়া স্টেশনের অসাধু কাজ চলছিল। তার প্রতিবাদ করার জন্যই হামলা চালানো হয়।
এদিকে পাটুলির অফিসে বসা নিয়ে বচসা বেঁধেছিল তৃণমূল কংগ্রেসের দুই কাউন্সিলরের মধ্যে। সেকারণে দলের তরফে ওই দুই কাউন্সিলরকে শো-কজ করা হয়েছে।