আগামী মাসের ২ ও ৩ তারিখ দিল্লিতে তৃণমূলের কর্মসূচি রয়েছে। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে দিল্লিতে সরব হবে তৃণমূল কংগ্রেস। সেই প্রতিবাদ রাজ্যের প্রতিটি ব্লকে পৌঁছে দেওয়ার বন্দবস্ত করল রাজ্যের শাসক শিবির। তার জন্য প্রতিটি ব্লকে জায়ান্ট স্ক্রিন লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
তৃণমূল সূত্রে খবর প্রতিটি ব্লকের তৃণমূল সভাপতিদের জায়ান্ট স্ক্রিন বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। মূলত বিডিও অফিসের সামনে দিল্লির প্রতিবাদ কর্মসূচির সম্প্রচার হবে। তার পাশাপাশি ওই সম্প্রচার দেখতে যাতে ভালো জনসমাগম তার জন্য জেলা সভাপতিদের নিশ্চিত করতে হবে।
Read More- পথ দেখিয়েছেন মমতা, লোকসভায় মহিলা বিল বিতর্কে দাবি তৃণমূলের
২১ জুলাই শহিদ দিবসের মঞ্চ থেকে 'দিল্লি চলো' কর্মসূচির ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে জানানো হয়েছিল কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ধর্না দেওয়ার জন্য় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মীদের নিয়ে যাওয়া হবে। কিন্তু সেক্ষেত্রে দিল্লি পুলিশের তরফে অনুমতি না পাওয়ায় কর্মসূচিতে বদল আনা হয়েছে। জানা গিয়েছে, তৃণমূল সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সভাপতিরা দিল্লিতে গিয়ে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেবেন।