তৃণমূলের তরফে না ঘোষণা করা হলেও অভিনেতা দেব-যে আসন্ন লোকসভা নির্বাচনে ঘাটাল থেকেই প্রার্থী হবেন তা একপ্রকার নিশ্চিত। এবার ঘাটালে তাঁর নামে দেওয়াল লিখনও শুরু করে দিল তৃণমূল কংগ্রেস।
কয়েকদিন ধরেই বাংলার রাজনীতিতে চর্চার কেন্দ্রবিন্দুতে ছিলেন অভিনেতা দেব। আসন্ন লোকসভা নির্বাচনে তাঁর প্রার্থী হওয়া নিয়ে প্রশ্ন উঠছিল। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর সেই জল্পনায় অবসান ঘটে। এমনকি সোমবার আরামবাগে প্রশাসনিক সফরে যাওয়ার সময়ও মুখ্যমন্ত্রীর পাশে দেবকে দেখা যায়।
সোশ্য়াল মিডিয়া পোস্ট
উল্লেখ্য, কয়েকদিন আগেই নিজের সোশ্যাল মিডিয়া অ্য়াকাউন্টে দুটি পোস্ট করেন অভিনেতা দেব। সেখানে আগামী লোকসভা নির্বাচনে না লড়ার ইঙ্গিত দেন। ওই পোস্ট ঘিরে নানা জল্পনা তৈরি হয়। যদিও এনিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি তিনি।
এদিকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেবের বৈঠকের পরের দিনই ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলুই-কে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হয়েছে। পরিবর্তে ওই পদে দায়িত্ব দেওয়া হয়েছে ডেবরার প্রাক্তন বিধায়ক রাধাকান্ত মাইতিকে।
অন্যদিকে রবিবারই দেবের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, সব ঠিক থাকলে ঘাটাল থেকে তিনিই প্রার্থী হবে। এর পরের দিন অর্থাৎ সোমবারই দেবের নামে ঘাটালে দেওয়াল লিখন দেখা গেল। এবং মমতার সঙ্গে জেলা সফরেও গেলেন অভিনেতা।