তৃণমূল-আইএসএফের খন্ডযুদ্ধে (TMC-ISF Clash) উত্তাল ভাঙড়। এবার ঘটনাস্থল খতিয়ে দেখতে বিশেষ ফরেন্সিক দল পৌঁছাল ভাঙরের (Bhangar) হাতিশালায়। শনিবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছন ফরেন্সিক বিশেষজ্ঞরা। ঘুরে দেখেন ঘটনাস্থল।
পুড়ে যাওয়া তৃণমূলের কার্যালয় এবং পড়ে থাকা ধ্বংসাবশেষ থেকে নমুনা সংগ্রহ করেন তাঁরা। এদিন ঘটনাস্থলে যান লেদার কমপ্লেক্স থানার বিশেষ তদন্তকারী অফিসাররাও। তাঁরা স্থানীয়দের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করেন।
শনিবার প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে ভাঙ্গড়ে আক্রান্ত হন আইএসএফের কর্মী-সমর্থকরা। অভিযোগ, তাঁদের বাঁচাতে গিয়ে তৃণমূলের আক্রমণের মুখে পড়েন ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকিও।
ইঁটের আঘাতে তাঁর গাড়ির কাচ ভেঙে যায় বলেও খবর। সেখান থেকে কোনরকমে বেড়িয়ে আসার পর ধর্মতলা চত্বরে অবরোধের ডাক দেয় আইএসএফ নেতৃত্ব।
আরও পড়ুন - বাড়ির পাশের ভুট্টা ক্ষেত থেকে বৃদ্ধের বিবস্ত্র দেহ উদ্ধার, তদন্তে পুলিশ
সেখানে অবরোধ ওঠাতে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায় আইএসএফ কর্মী-সমর্থকদের মধ্যে। সেখান থেকেই নৌশাদ সিদ্দিকি সহ ১৪জন নেতা-কর্মীকে গ্রেফতার করে কলকাতা পুলিশ।