পঞ্চায়েত ভোটের আগে রাজ্যবাসীকে সামাজিক সুরক্ষা দিতে নয়া কর্মসূচি নিয়ে এসেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress)। যে কর্মসূচির নাম দেওয়া হয়েছে 'দিদির দূত'। এই কর্মসূচি শুরু হয়ে গেলেও প্রকল্পটির মিউজিক ভিডিয়ো (Music Video) প্রকাশিত হল রবিবার।
তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ, আইটি সেল ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের উপস্থিতিতে এই প্রকল্পের থিম সং প্রকাশ হয়েছে। গানটি গেয়েছেন জিৎ গঙ্গোপাধ্য়ায়। ইতিমধ্যেই নেট মাধ্যমে বেশ সারা ফেলে দিয়েছে গানটি।
আরও পড়ুন- অমর্ত্য সেনকে জমি চোর বলে কটাক্ষ দিলীপ ঘোষের, তৃণমূলকেও আক্রমণ, পাল্টা কটাক্ষ তৃণমূলের
এই ভিডিয়োতে গোটা বাংলাকে তুলে ধরা হয়েছে। মিউজিক ভিডিয়োটির শুরুতেই উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্য দেখানো হয়েছে। এরপর পুরুলিয়ার ছৌ, শান্তিনিকেতনের বাউল গান, সাঁওতালি নাচ, বাংলার দুর্গাপুজোর সবই রাখা হয়েছে। এক কথায় গোটা বাংলার একটুকরো ছবি তুলে ধরা হয়েছে।