তৃণমূলের প্রাক্তন উপ-প্রধান খুনের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হল দলেরই নেতাকে। হুগলির চুঁচুড়া আদালতে শুক্রবার এই রায় দেওয়া হয়। আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক কাজি আবুল হাসেম ফার্স্ট ট্র্যাক কোর্টে এই সাজা ঘোষণা করেছেন। তৃণমূলেরই প্রাক্তন প্রধান চিত্তরঞ্জন সাঁতরা-সহ মোট ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে। এদিন আদালতের সামনে ফাঁসির দাবিতে বিক্ষোভ দেখান মৃত তৃণমূল নেতা মৃত্যুঞ্জয় বেরার অনুগামীরা।
জানা গিয়েছে, মৃত্যুঞ্জয় বেরা নামে ওই তৃণমূল নেতাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছিল দলেরই নেতাদের বিরুদ্ধে। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তৎকালীন প্রধান চিত্তরঞ্জন সাঁতরা ও তাঁর ঘনিষ্ঠ কিছু লোকজন মিলে মৃত্যুঞ্জয়কে পিটিয়ে মেরেছিল বলে অভিযোগ ওঠে। ২০১৮ সাল পর্যন্ত ধনেখালির গোপীনাথপুর ২ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন ওই মৃত্যুঞ্জয় বেরা। এচদিন আদালতের সামনে চিত্তরঞ্জন সাঁতরার পরিবার দাবি করে, গোষ্ঠীদ্বন্দ্বের কারণে চিত্তরঞ্জনকে ফাঁসানো হয়েছে।
চিত্তরঞ্জন সাঁতরা ছাড়াও এই ঘটনায় অন্ধ্রপ্রদেশ থেকে সুরজিৎ সাঁতরা, বিশ্বজিৎ সাঁতরা ও বিশ্বজিৎ ঘোষকে গ্রেফতার করা হয়েছিল। উলুবেড়িয়া থেকে গ্রেফতার হয়েছিল অরূপ সিং-কে। বিদ্যুৎ রায়, দীপু বাউড়ি, কাজি মহম্মদ বাদশাকেও গ্রেফতার করা হয়। এদিন আদালতে হাজির ছিলেন মৃত্যুঞ্জয়ের মা এবং মেয়ে। তাঁরা দাবি করেছেন, যাবজ্জীবন নয় ফাঁসির সাজা শোনানো হলে তাঁরা বেশি খুশি হতেন।