পঞ্চায়েত ভোটের আগে কাউন্সিলার পদের টিকিট বিক্রির অভিযোগ তৃণমূলের (TMC) বিরুদ্ধে। ১ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে পদ মিলেছে। এমনই বিস্ফোরক অভিযোগ পূর্ব বর্ধমানের দলেরই নেতা ফারুক আবদুল্লার (Farukh Abdulla)। গত পুরসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী পদের টিকিট কেনা-বেচা হয়েছিল বলে অভিযোগ তুলেছেন তিনি।
পূর্ব বর্ধমানের (East Burdwan) তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি ফারুক আবদুল্লা। শনিবার দলের একটি সভার আয়োজন হয়। সেই সভা থেকেই তৃণমূল নেতা হুঁশিয়ারি দেন দলের প্রত্যেক কাউন্সিলরকে। পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের জেলবাসের কথাও স্মরণ করিয়ে দেন তিনি।
আরও পড়ুন: দিল্লিকাণ্ডে চাঞ্চল্যকর বয়ান, ধৃতদের স্বীকারোক্তি শুনে অবাক পুলিশ