তৃণমূল বিধায়ক অসিত মজুমদার (Asit Mazumdar) খাটে শুয়ে আছেন । আর তাঁরই পা টিপে দিচ্ছেন দলেরই এক নেত্রী । সম্প্রতি, হুগলির এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা । বিজেপির (BJP) নেতা-মন্ত্রীরদের তীব্র কটাক্ষের শিকার হচ্ছে শাসকদল । যদিও, তৃণমূলের বিধায়কের অসিত মজুমদারের দাবি, একজন মেয়ে ও বোন হিসেবেই তাঁর পা টিপে দিয়েছেন ওই নেত্রী ।
জানা গিয়েছে, অসিত মজুমদারের পদসেবা করতে দেখা গিয়েছে রুমা রায় পালকে । তিনি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা বর্তমান পঞ্চায়েত সমিতির সদস্যা । ভাইরাল হওয়া ছবি নিয়ে অসিত মজুমদারের দাবি, তাঁর পায়ে অস্ত্রোপচার হয়েছে । ১০৮ টি সেলাই পড়েছে । এই অবস্থায় ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে গিয়ে পা ব্যথা হয় তাঁর । সেকারণেই রুমা পা টিপে দিয়েছেন । তবে অসিতের সাফাই, দলের কর্মী হিসাবে নয়, এক জন মেয়ে, এক জন বোন হিসাবে পা টিপে দিয়েছেন রুমা ।
আরও পড়ুন, Recruitment Scam : মঙ্গলবার প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, বুধে ফের তাপস মণ্ডলকে তলব ইডির
অন্যদিকে, বিজেপির তরফ থেকে এই নিয়ে জলঘোলা শুরু হয়ে গিয়েছে । কেউ বলছেন, তৃণমূল বিধায়ক দলেরই এক নেত্রীর সঙ্গে ‘দাসী-বাঁদির মতো আচরণ’ করেছেন । কারও কথায়, এভাবে বিধায়কের পদসেবা করলে তবেই পদ ও ভোটের টিকিট পাওয়া যায় । যদিও এতে অন্যায়ের কিছু দেখছেন না অসিত মজুমদার । তাঁর কথায়, বিজেপির সব আহাম্মকরা কোনও শিক্ষা পায়নি বলে এধরনের কথা বলছে ।