পঞ্চায়েত নির্বাচনের আগে শাসকশিবিরে গোষ্ঠীকোন্দল(TMC Group Clash)। মুর্শিদাবাদ জেলায় ২ লক্ষ টাকায় পঞ্চায়েতের(TMC on Panchayet Election 2023) টিকিট বিক্রি করছেন দলীয় নেতৃত্বের একাংশ। মঙ্গলবার দলের সাংগঠনিক সভায় এমনই অভিযোগ বড়ঞা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মাহে আলমের(Mahe Alam on MLA)। তাঁর অভিযোগের তীরে বিদ্ধ বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা(MLA Jiabn Krishna Saha), বড়ঞার ব্লক সভাপতি রবিন ঘোষরা। যদিও তাঁর এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ অভিযুক্তরা। এদিকে, জেলা বিজেপি(Murshidabad BJP) নেতৃত্বের দাবি, টাকার স্বাদ পেতেই নিজেদের মতো টিকিট বিলি করছেন তৃণমূল নেতারা।
মঙ্গলবার বড়ঞার ডাকবাংলো মাঠের সভায় মাহে আলম(Mhe Alam on TMC) জানান, "এলাকায় ইতিমধ্যে বিধায়ক, ব্লক সভাপতি এবং জেলার শীর্ষ নেতাদের এজেন্টরা দাপিয়ে বেড়াচ্ছে। ২ লক্ষ টাকা দিলেই নাকি পঞ্চায়েত ভোটে প্রার্থী হওয়া যাবে।’’ এমনকি মুখ খোলায় তাঁর জীবনহানির আশঙ্কা রয়েছে বলেও জানান বড়ঞার পূর্ত কর্মাধ্যক্ষ মাহে আলম।
আরও পড়ুন- Amit Shah-Suvendu Adhikari Meeting: শাহ-শুভেন্দু বৈঠকে উঠে এল পঞ্চায়েত ভোট, উপরি পাওনা মোদীর সাক্ষাৎ
জীবনকৃষ্ণ সাহার সঙ্গে মাহে আলমের বিবাদ(Mahe Alam-Jiban Saha Clash) নতুন নয়। এর আগেও বিভিন্ন বিষয়ে বিধায়ক-পূর্ত কর্মাধ্যক্ষের বিবাদে মুখ পুড়েছে শাসক দলের। ফের পঞ্চায়েত ভোটের(Panchayet Election 2023) আগে এই নয়া বিতর্কে জেলার রাজনীতিতে কিছুটা ব্যকফুটে তৃণমূল। এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।