শিক্ষক নিয়োগ দুর্নীতির খবর প্রকাশ্যে আসতেই রাজ্যজুড়ে একের পর এক তৃণমূল নেতাদের দুর্নীতির খবর সামনে আসছে। এবার চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে তৃণমূল নেতার স্ত্রী এবং পুত্রকে গাছে বেঁধে মারধর করার অভিযোগ উঠল। শনিবার সকালে এই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে। অভিযুক্ত ওই তৃণমূল নেতা যদিও বেশ কিছুদিন ধরেই ফেরার।
স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, ভগবানপুর এক নম্বর ব্লকের প্রাক্তন বিদ্যুৎ কর্মাধ্যক্ষ, কোটবাড় গ্রামের বাসিন্দা শিবশঙ্কর নায়েক এলাকার অনেকের থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছেন।
শনিবার সকালে শিবশঙ্করের খোঁজে তাঁর বাড়িতে যান এক দল চাকরিপ্রার্থী। তঁরা টাকা ফেরতের দাবি করেন। কিন্তু শিবশঙ্করের খোঁজ না পাওয়ায় তাঁরা ওই তৃণমূল নেতার ছেলে এবং স্ত্রীকে মারধর করেন। ছেলেকে গাছেও বেঁধে রাখা হয়। শিবশঙ্করের স্ত্রী মলিনা নায়েক বর্তমানে ভগবানপুর এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিবশঙ্করের বাড়ির জানালার কাচও ভাঙচুর করে ক্ষিপ্ত জনতা।