রামপুরহাট কাণ্ড (Birbhum Violence) নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এরই মধ্যে ফের তৃণমূল নেতাকে গুলি দুষ্কৃতীদের। নদীয়ার হাঁসখালিতে (Nadia Violence) গুলিবিদ্ধ তৃণমূল নেতা (TMC Leader) সহদেব মণ্ডল। তাঁকে শক্তিনগর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার একটি হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
স্থানীয় সূত্রে খবর, দিনের কাজ সেরে বাড়ি ফিরছিলেন তৃণমূল নেতা সহদেব মণ্ডল। সন্ধে ৮টা নাগাদ মুড়াগাছা বাজারের কাছে পিছন থেকে এসে গুলি করে দুষ্কৃতীরা। প্রাথমিক চিকিৎসার পরেও রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় কলকাতার হাসপাতালে পাঠানো হয় তাঁকে। আশঙ্কাজনক অবস্থায় নীলরতন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই তৃণমূল নেতা।
আরও পড়ুন: রামপুরহাটের ঘটনায় মুখ্যমন্ত্রীকে পাল্টা চিঠি দিলেন রাজ্যপাল
তৃণমূল নেতার ওপর হামলার ঘটনায় রাণাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল সভানেত্রী রত্না ঘোষ জানান, কেন গুলি করা হয়েছে, কারা গুলি করেছে পুলিশ তদন্ত করে দেখছে। এই ঘটনায় বিজেপির হাত থাকতে পারে বলেও মনে করা হচ্ছে।