পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হতেই সতর্ক হন তৃণমূল নেতারা। প্রাক্তন মহাসচিবের সঙ্গে ক্রমশ দূরত্ব বাড়ায় দল। আর এবার অনুব্রত মন্ডল গ্রেফতার হতেই দাবি উঠল, অন্যায় করলে শাস্তি পেতেই হবে।
বৃহস্পতিবার সকালে অনুব্রত গ্রেফতার হওয়ার পর দলের বর্ষীয়ান নেতা তথা পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, অন্যায় করলে গ্রেফতার হতেই হবে। এ ক্ষেত্রে দল কিছু বলবে না। ভাল, খারাপ সব কিছুই হতে পারে। যদি কেউ বলেন, অন্যায় করিনি, তাহলে তাঁকেই সেটা প্রমাণ করতে হবে। দলের আরেক নেতা সাংসদ অর্জুন সিং স্পষ্ট জানান, ‘যদি কেউ ভুল করে থাকে, তাহলে আইন আইনের পথেই চলবে। আমাদের দল স্পষ্ট বার্তা দিয়েই দিয়েছে, কেউ অন্যায় করে থাকলে, দল তার পাশে থাকবে না।’
আরও পড়ুন- Anubrata Mondal Update: বৃহস্পতিতেই আদালতে তোলা হতে পারে অনুব্রতকে, হেফাজতে নেওয়ার আবেদন করবে সিবিআই
অন্যদিকে, তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেছেন, ‘‘স্বচ্ছভাবে প্রশাসন চলে। সরকার সঠিক সময়ে সিদ্ধান্ত নেয়। তদন্ত তদন্তের মতো চলুক। সিবিআইয়ের জমে থাকা কেসের পাহাড়ও জানি। একেকটা তদন্ত শুরু করে শেষ করতে পারে না। দ্রুত তদন্ত শেষ করুক। দল নজরে রাখছে। সঠিক সময়ে ব্যবস্থা নেবে।’’
সূত্রের খবর, এখনই অনুব্রতকে সাসপেন্ড করার পথে নাও এগোতে পারে দল। সূত্রের দাবি, অনুব্রত ইস্যুতে ধীরে চল নীতি নিয়েছে তৃণমূল কংগ্রেস। দল আগেই জানিয়েছে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না৷ তাই আইনি গতি-প্রকৃতির ওপর আপাতত দল নজর রাখবে বলেই জানা গিয়েছে।