প্রাক্তন পর্যদ সভাপতি মানিক ভট্টাচার্যকে সাত দিনের মধ্যে নির্ধারিত জরিমানার ২ লক্ষ টাকা জমা দেওয়ার নির্দেশ বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের। হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দেওয়া ওই টাকা স্বল্প মেয়াদি প্রকল্পে সঞ্চিত থাকবে। আদালতের রায় তৃণমূল বিধায়ক মানিকের পক্ষে গেলে তিনি টাকা ফেরত পাবেন।
মালারানি পাল নামে এক পরীক্ষার্থী আট বছর ধরে টেটের ফলাফল জানতে না পেরে দু’টি টেটে বসতে পারেননি তিনি। পরীক্ষার্থীদের কেরিয়ার নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের এই দায়িত্বজ্ঞানহীনতার জন্য মানিক ভট্টাচার্যকেই দায়ী করেছিল কলকাতা হাই কোর্ট। জানুয়ারিতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মর্মে পর্ষদের প্রাক্তন সভাপতি মানিককে দু’লক্ষ টাকা জরিমানা করেছিলেন। জানানো হয়েছিল, মানিককে ওই অর্থ ১৫ দিনের মধ্যেই দিতে হবে।
Mamata-Subhendu: হাইভোল্টেজ মঙ্গল, নির্বাচনী প্রচারে ত্রিপুরায় একই দিনে মমতা-শুভেন্দু
এবার ডিভিশ্ন বেঞ্চ জানিয়ে দিল, আগামী ৭ দিনের মধ্যেই ওই টাকা দিতে হবে মানিক ভট্টাচার্যকে।