ইডি-র (ED) তলবে হাজিরা দিতে মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে যাওয়ার কথা তৃণমূল কংগ্রেস সাংসদ (TMC MP Nusrat Jahan) নুসরত জাহানের। ফ্ল্যাট প্রতারণা মামলায় তাঁকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও এদিন সিজিও কমপ্লেক্সে আসবেন কিনা তা নিয়ে সোমবার রাত পর্যন্ত কিছু জানাননি ওই টলি অভিনেত্রী।
অন্যদিকে সোমবার এই সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল আলিপুর আদালতে। সেখানে কিছুটা স্বস্তি মিলেছে নুসরতের। আদালতের নির্দেশ অনুযায়ী, ৪ ডিসেম্বর পর্যন্ত ওই মামলায় আদালতে হাজিরা দিতে হবে না তাঁকে।
সম্প্রতি বসিরহাটের তৃণমূল সাংসদের বিরুদ্ধে ফ্ল্যাট প্রতারণা অভিযোগ করেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা। তাঁর অভিযোগ নিউটাউনে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীদের থেকে টাকা তুলেছেন নুসরত ও তাঁর কোম্পানি। টাকা তোলার অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল সাংসদ। পাল্টা দাবি করেছিলেন, অফিস থেকে যে টাকা লোন হিসাবে নিয়েছিলেন, তা সুদ সহ ফেরত দিয়েছেন।
Read More- ২৪ কোটি টাকা প্রতারণা, অভিযোগ সাংসদ নুসরতের বিরুদ্ধে, ইডিতে অভিযোগ দায়ের
যদিও ৫ সেপ্টেম্বর হিঙ্গলগঙ্গের একটি বৈঠকে যোগ দিয়েছিলেন নুসরত। বৈঠক শেষে ED-র নোটিশ দেওয়ার প্রসঙ্গে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। সেপ্রসঙ্গে তিনি জানিয়েছিলেন, ED-র নোটিশ এসেছে কিনা তিনি জানেন না। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডাকলে অবশ্যই হাজিরা দেবেন।