তৃণমূলের কিছু লোকের জন্য গোটা দলের বদনাম হচ্ছে বলে মন্তব্য করলেন দমদমের সাংসদ সৌগত রায় (Sougata Roy)। পানিহাটির একটি সভায় তিনি আরো বলেন, পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) খারাপ কাজ করেছেন৷ তাই দল তাঁকে সরিয়ে দিয়েছে। বিরোধীরা এই সুযোগে তৃণমূলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন বলেও দাবি করেন সৌগত রায়। দলীয় কর্মীদের প্রতি তাঁর বার্তা, বিরোধীদের উপযুক্ত জবাব দিতে হবে।
দমদমের সাংসদ তথা প্রবীণ তৃণমূল নেতা জানান, তৃণমূল কংগ্রেস দল এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তাঁর দাবি, সার্বিকভাবে দেখলে দলের কোনও দোষ নেই। তৃণমূলের মধ্যে কিছু লোক ছিলেন, যাঁরা 'খারাপ কাজ' করেছেন। সৌগত রায় জানান, তৃণমূলের মধ্যে থেকে যাঁরা 'খারাপ কাজ' করেছেন, তাঁদের দল সরিয়ে দিয়েছে। এরপরেই তাঁর তাৎপর্যপূর্ণ মন্তব্য, পার্থ চট্টোপাধ্যায়কেও দল বের করে দিয়েছে।
Ranveer Singh : হাজিরা এড়ালেন রণভীর সিং, সোমবারের বদলে আরও দু সপ্তাহ সময় চাইলেন অভিনেতা
রাজনৈতিক মহলের একাংশের ব্যাখ্যা, এর মাধ্যমে সরাসরি পার্থকে 'অপরাধী' তকমা দিলেন সৌগত। দমদমের সাংসদ পানিহাটির সভায় আরও বলেন, তৃণমূলের অধিকাংশ কর্মী এবং নেতারাই সৎ। কিন্তু বিরোধীরা এই সুযোগে গোটা দলকে কালিমালিপ্ত করছে। সৌগত রায়ের দাবি, তৃণমূল কংগ্রেসের ৯৫ শতাংশ কর্মী সৎ৷ কিন্তু দলের কিছু নেতার খারাপ কাজের জন্য দলের আজকে বদনম হচ্ছে। সৌগত জানান, তৃণমূল দলীয়ভাবে এই বিষয়ে ব্যবস্থা নেবে। পাশাপাশি, বিরোধীদেরও সতর্ক করে দিয়েছেন তিনি। সৌগত রায়ের হুঁশিয়ারি, তৃণমূলের কয়েক জনের জন্য যদি বিজেপি, সিপিএম বা কংগ্রেস গোটা দলকেই চোর বলে, তাহলে তাঁরাও বিরোধীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবেন।