বিধানসভা নির্বাচনে টাফ ফাইট দিয়েও জিততে পারেননি। এবার পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হচ্ছেন সুজাতা। বাঁকুড়া ৪৪ নম্বর জেলা পরিষদ থেকে ঘাসফুল প্রার্থী হলেন সাংসদ সৌমিত্র খাঁ-এর প্রাক্তন স্ত্রী সুজাতা। কিছুদিন আগেই সুজাতা জানিয়েছিলেন, পঞ্চায়েত নির্বাচনের জন্য নিজের বিয়ে পিছিয়ে দিয়েছেন তিনি। আপাতত ফোকাস শুধু রাজনীতি।
সুজাতার কেন্দ্র সৌমিত্রই লোকসভার অন্তর্গত, কিন্তু সুজাতার দাবি, বিজেপি সাংসদকে ধর্তব্যে আনছেন না তিনি।
Debleena Dutt: একই ধারাবাহিকে দুই বিপরীত মেরুর চরিত্র, কীভাবে সামলাবেন দেবলীনা দত্ত?
অন্যদিকে সৌমিত্র খাঁও সুজাতার নামোচ্চারণ না করে বললেন, তৃণমূলের কে প্রার্থী হল, বড় কথা নয়।
চলতি বছরের জানুয়ারিতে সৌমিত্র-সুজাতার আইনি বিচ্ছেদ হয়।