ফ্লেক্স বিতর্কে সরগরম মেদিনীপুর পৌর এলাকার জঙ্গল মহল।(TMC Poster Controversy at Medinipur Municipal Election 2022) ৷ ১ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের একটি ৪০ ফুট বাই ২০ ফুটের বিশাল ফ্লেক্সে মহিষাসুরমর্দিনীর পোস্টার। দুর্গার শরীর, কিন্তু মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের। অসুরের মাথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহিষের শরীরে অমিত শাহ।
তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা প্রাক্তন কাউন্সিলর অনিমা সাহার সমর্থনে টাঙানো পোস্টার নিয়ে মেদিনীপুর শহরে উত্তেজনা ছড়ায় ৷ বিজেপির তরফে পথ অবরোধ করা হয় ৷ তারা নির্বাচন কমিশনে অভিযোগ করবে বলেও জানিয়েছে (BJP to file Complaint to EC) ৷ আর বিতর্ক তৈরি হতেই পোস্টার সরিয়ে নেওয়ার কথা বলেছে তৃণমূল কংগ্রেস ৷
আগামী ২৭ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের ১০৮টি পৌরসভায় ভোট (Bengal Civic Polls 2022) ৷ সেই তালিকায় রয়েছে মেদিনীপুরও (Medinipur Municipal Election 2022) ৷ তাই সবপক্ষই পশ্চিম মেদিনীপুরের সদর শহরে প্রচারে ঝড় তুলেছে ৷ চারিদিকে রাজনৈতিক পোস্টার, ফ্লেক্স, ব্যানারে ভোটের প্রচার দেখা যাচ্ছে ৷ 1 নম্বর ওয়ার্ডে ৷ সেই ফ্লেক্স ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক ৷