৪ ডিসেম্বর, ২০০৬। ঠিক ১৬ বছর আগে এই দিনটাতেই সিঙ্গুর (Singur) আন্দোলনের প্রেক্ষাপটে ধর্মতলায় অনশনে (Hunger Strike)বসেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সময় পালটেছে। পালটেছে রাজনৈতিক সমীকরণ। গত ১১ বছর ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি। কিন্তু এই বিশেষ দিনটির কথা ভোলেনি নেত্রী। আর সেটাই মনে করালেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।
দিনটির কথা স্মরণ করে একটি টুইট করেন নেত্রী। টুইটে লেখেন, 'আজ থেকে ১৬ বছর আগে, আমি সিঙ্গুর এবং দেশের বাকি কৃষকদের জন্য আমার অনশন শুরু করেছিলাম। ক্ষমতাবানদের কারণে যারা অসহায় হয়ে পড়েছিলেন তাঁদের জন্য লড়াই করা আমার নৈতিক দায়িত্ব ছিল। আমার মধ্যে সেই লড়াই বেঁচে আছে। আমি কখনই জনগণের অধিকারকে কোনও হুমকির সম্মুখীন হতে দেব না!'
সোমবার দিল্লি সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন। ছাড়াও একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। যদিও আগেই তিনি জানিয়েছেন এই বার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নয়, তৃণমূলের প্রধান হিসাবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি। আর এই সফরের আগেই তিনি সিঙ্গুর আন্দোলনের কথা স্মরণ করলেন। একই সঙ্গে মনে করিয়ে দিলেন, কৃষক ও অবহেলিতদের জন্য তাঁর কর্তব্যের কথা।
আরও পড়ুন- বিশ্বকাপের আঁচ রাজনীতিতে,ব্রাজিল-আর্জেন্টিনার উদাহরণ টেনে দলের কর্মীদের বার্তা অভিষেকের