Dilip Ghosh remark:মমতা প্রতি কদর্য উক্তি, দিলীপের বিরুদ্ধে রাজ্যপালের কাছে নালিশ জানাবে তৃণমূল
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করায় দিলীপ ঘোষের বিরুদ্ধে রাজ্যপালের কাছে নালিশ জানানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস।
বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের শাস্তির দাবিতে বৃহস্পতিবার রাজভবনে যাবে তৃণমূলের আট সদস্যের এক প্রতিনিধিদল। দলে থাকছেন ব্রাত্য বসু, কুণাল ঘোষ এবং দলের পাঁচ মহিলা জনপ্রতিনিধি।
সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের অনুষ্ঠান মঞ্চে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “মমতা বাংলায় দাঁড়িয়ে নিজেকে বলেন বাংলার মেয়ে। গোয়ায় গিয়ে বলেন, গোয়ার মেয়ে। আরে বাবা-মা’র ঠিকানা নেই নাকি! যেখানে-সেখানে গিয়ে যা ইচ্ছে বলে দেবেন, হয় নাকি এটা?”
Covid 19 India Update: দেশে নতুন করে কোভিডে আক্রান্ত ১৮,৯৩০ জন, গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৫ জনের
দিলীপের সেই মন্তব্যের ক্লিপিং ট্য়ুইট করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে লেখেন, “এধরনের কথা যারা বলেন তাঁদের এবার গ্রেপ্তার করা উচিত। বর্তমানে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সম্পর্কে বিজেপি (BJP) নেতারা এভাবে কথা বলেন!”
অভিযোগ জানাতে বৃহস্পতিবার দুপুরে রাজভবনে যাচ্ছে তৃণমূলের আট সদস্যের প্রতিনিধি দল। সেই দলে থাকছেন ব্রাত্য বসু, কুণাল ঘোষ, তাপস রায়, শশী পাঁজা, সাজদা আহমেদ, মালা রায়, নয়না বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদার।