লোকসভা ভোটের আগে দলীয় ভাবমূর্তি ফেরাতে উদ্যোগী তৃণমূল কংগ্রেস। আর সেকারণে পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে জেলায় জেলায় কড়া নির্দেশ দিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যেন কোনও দাগী অপরাধীকে পঞ্চায়েত বোর্ডের মাথায় না রাখা হয়।
পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগেই আবাস যোজনা সহ একাধিক বিষয়ে বিড়ম্বনায় পড়তে হয়েছিল তৃণমূল কংগ্রেসকে। সামনেই লোকসভা ভোট। ফলে লোকসভা ভোটের আগে তৃণমূলের বিরুদ্ধে ফের কোনও দুর্নীতির অভিযোগ উঠুক তা চাইছে না ঘাসফুল শিবির।
অন্যদিকে জেলা পরিষদ গঠনের ক্ষেত্রে নয়া নির্দেশিকা দিয়েছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সেখানে বলা হয়েছে, জেলা পরিষদ বোর্ড গঠনের ক্ষেত্রে রাজ্য নেতৃত্বের কাছে নামের তালিকা পাঠিয়ে সুপারিশ করতে হবে জেলা নেতৃত্বকে। তবে পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের ক্ষেত্রে সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে জেলা সভাপতি, ব্লক সভাপতি এবং বিধায়কদের উপর।
Read More- ১২৫৪ আসনে জয়ী তৃণমূল কংগ্রেস, গ্রাম পঞ্চায়েতে ১১০ আসন দখল বামেদের, ২৮৮টি বিজেপির
সূত্রের খবর তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে যে নির্দেশিকা দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, যে কোনও স্তরে কোনও দাগী অপরাধীকে বসানো যাবে না। সৎ এবং স্বচ্ছ ব্যক্তিকেই মুখ করে গ্রামীণ অঞ্চলে হাঁটতে চাইছে শাসক দল।