আসানসোল পুরভোটে(Asansol Municipal Election 2022) সবুজ ঝড় অব্যাহত। ১০৬ আসনের আসানসোলে ইতিমধ্যেই অধিকাংশতেই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস(TMC)। ধারে কাছেও নেই বিরোধীরা।
সকাল থেকেই গোটা আসানসোল(Asansol) জুড়ে উচ্ছ্বাসে মাততে দেখা যায় তৃণমূল কর্মী-সমর্থকদের। ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গেই জয়োল্লাসে ফেটে পড়েন তৃণমূল(TMC) কর্মীরা।
যদিও আসানসোলে পুরনির্বাচনের(Asansol Municipal Election 2022) শুরু থেকেই ব্যাপক ছাপ্পা, ভোটলুঠ, রিগিংয়ের অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। চোখের সামনে ভোট লুট হলেও কার্যত নিষ্ক্রিয় ছিল পুলিশ, এমনটাই অভিযোগ করেছিলেন বিজেপি(BJP) থেকে শুরু করে বাম-কংগ্রেস(Left-Cong) কর্মী-সমর্থকরা।
বিজেপি(BJP) নেতা জিতেন্দ্র তিওয়ারি জানিয়েছেন, 'আসানসোলের মানুষ তাই চেয়েছিলেন, আজকের ফলাফলে তার প্রতিফলন হচ্ছে না। মানুষকে ভোট দিতেই দেওয়া হয়নি। ভোট লুট করা হয়েছে। একেকটি বুথে ১৫০-২০০ জন বহিরাগত অস্ত্র, বোমা, গুলি নিয়ে ঘুরেছে। নির্বাচন কমিশনকে বারবার বলেও কোনও সুরাহা হয়নি।'
বাম-কংগ্রেসের(Left-Cong) মতে, পুরসভা নির্বাচন কমিশন, তৃণমূল এবং পুলিশ একসঙ্গে কাজ করেছে। বার বার বলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি কমিশনকে দিয়ে।