ভোটের (Municipal Election 2022) আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যের দুটি পুরসভায় জয় পেল তৃণমূল (TMC) । বীরভূমের সাঁইথিয়া (Sainthia) ও বজবজ (Budge Budge) পুরসভা শাসকদলের দখলে এসেছে । অন্যদিকে, দিনহাটায় (Dinhata) এখনও পর্যন্ত সাতটি ওয়ার্ডে জিতেছে তৃণমূল ।
বীরভূমের সাঁইথিয়া পুরভায় মোট ১৬টি ওয়ার্ড । প্রত্যেকটিতে প্রার্থী দিয়েছে তৃণমূল । আর সিপিএম (CPIM) ১,৪ এবং ১২ নম্বর ওয়ার্ডে প্রার্থী দিয়েছে । বিজেপি (BJP) এবং কংগ্রেস একটি ওয়ার্ডেও প্রার্থী দিতে পারেনি । তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছে তৃণমূল । এদিকে, তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ বিজেপি । তবে, কংগ্রেসের (Congress) তরফে তাদের সাংগঠনিক দুর্বলতাকেই দায়ী করা হয়েছে ।
বজবজ পুরসভায় ২০টি ওয়ার্ডের মধ্যে ১২টি ওয়ার্ডে প্রার্থী দিতে পারেনি বিরোধীরা । পুরবোর্ড গঠনের জন্য ম্যাজিক সংখ্যা ১১ । তাই এই ১২ টি ওয়ার্ডেই বিনা প্রতিদ্বন্দিতায় জিতেছে তৃণমূল এবং বজবজ পুরসভা নিজেদের দখলে রেখেছে ।
আরও পড়ুন, Municipal Election 2022 : ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বজবজ ও সাঁইথিয়া পুরসভা জয় তৃণমূলের
অন্যদিকে, দিনহাটায় ১৬টি ওয়ার্ডের মধ্যে এখনও পর্যন্ত ৭টি ওয়ার্ডে জয়ী হয়েছে তৃণমূল । সেগুলি হল – ১, ৩, ৯, ১২, ১৩, ১৫ এবং ১৬ নম্বর ওয়ার্ড ।
সব ক্ষেত্রেই তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছে বিজেপি । বিজেপির অভিযোগ, তাঁদের প্রার্থীরা হেনস্থার শিকার হচ্ছে, ভয় দেখানো হচ্ছে । যদিও, সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।