মঙ্গলবার সকালে দিনহাটায় খুন এক তৃণমূল কংগ্রেস কর্মী। ঘটনায় সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে আটক করা হয়েছে। শাসক দলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারই কোচবিহারে নির্বাচনী সভা করেছিলেন। তার ঠিক পরেরদিন তৃণমূল কংগ্রেস কর্মী খুন হওয়ায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে দিনহাটার জারি ধরলা গ্রামে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ বাঁধে। সেসময় কয়েকজন দুষ্কৃতী এক তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলে বাবু হক নামে এক কর্মীর মৃত্যু হয়। এবং আহত হয়েছেন আরও ৬ জন। এনিয়ে পঞ্চায়েত নির্বাচনের আবহে গত ১৯ দিনে ১১ জন পঞ্চায়েতের বলি হল।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুরো এলাকা থমথমে।