ছাদের উপর থেকে ভেসে আসছে ঢাকের চড়াম, চড়াম শব্দ। সঙ্গে বাজছে কাঁসর-ঘণ্টা। এলাকাজুড়ে পুজোর আবহ। হ্যাঁ, ঠিকই বীরভূমের নিচুতলা এলাকায় আজ পুজোর আবহ। পুজো বাড়ির কর্তা অনুব্রত মণ্ডলের মঙ্গলকামনায়। যিনি গত বৃহস্পতিবার থেকেই সিবিআই হেফাজতে। গরুপাচার মামলার তদন্তে তাঁকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এই যজ্ঞের আয়োজন অনেকদিন আগেই করেছিলেন তাঁদের দাদা। কারণ, রাজ্যবাসীর মঙ্গলকামনায় শ্রাবণ মাসের শেষ সোমবার এই যজ্ঞের পরিকল্পনা করেছিলেন শিবভক্ত অনুব্রত। তিনি নেই, কিন্তু তাঁর পরিকল্পনা করা যজ্ঞ হল। পাঁচ পুরোহিত এসে যজ্ঞ সম্পন্ন করলেন। বাজল খোল-কর্তাল। রবিবারই ছাদে ম্য়ারাপ বাধা হয়ে গিয়েছিল। সোমবার সকাল থেকেই শুরু হয় যজ্ঞ। তবে জানা গিয়েছে, রাজ্যবাসীর মঙ্গলকামনায় তো বটেই যজ্ঞের নাম সঙ্কল্প করা হয়েছে অনুব্রতর নামেই।
রবিবার বেহালার ম্যান্টনে এক জনসভায় অনুব্রতর গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রের বিজেপির সরকারের দিকে তীব্র আক্রমণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তাঁর দাবি, প্রতি নির্বাচনে অনুব্রতকে ঘরবন্দি করেও কিছু করা যায়নি। এবার জেলবন্দি করেও কিছু করতে পারবে না বিজেপি। একইসঙ্গে তিনি জানান, একজন অনুব্রত গ্রেফতার হলে, হাজার অনুব্রত তৈরি করার ক্ষমতা তৃণমূল কংগ্রেসের আছে।
এমনকী অনুব্রতকে যে ভাবে গ্রেফতার করা হয়েছে, তা নিয়ে রবিবার প্রকাশ্য জনসভায় বিরক্তি প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী। কারণ, গত বৃহস্পতিবার বীরভূমের নিচুপট্টিতে অনুব্রতর বাড়িতে ঢুকে তৃণমূল নেতাকে গ্রেফতার করে সিবিআই। মমতার অভিযোগ, গ্রেফতারির নামে অনুব্রতর বাড়িতে ঢুকে তাণ্ডব চালায় সিবিআই।