পুরুলিয়ার চকবাজারের তৃণমূল প্রার্থী (TMC candidate) সঞ্জিত দাস। রবিবার সকালে বেরিয়েছিলেন প্রচারে। কিন্তু সকাল একটু গড়াতেই খবর এল সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকার (Lata Mangeshkar) আর নেই। কিংবদন্তি শিল্পীর প্রয়াণের খবরে শোকস্তব্ধ সারা দেশ। বাংলায়, প্রচার চলবে, তা হয়?
১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীদের উদ্যোগে দিনভর সুরে সুরে হল নাইটেঙ্গেল স্মরণ। সদ্য প্রয়াত শিল্পীর ছবির সামনে মালা দিয়ে, মোম জ্বালিয়ে শ্রদ্ধা জানালেন পুরুলিয়াবাসীরা।