স্বাধীনতার পর সাড়ে ৭ দশক কাটল, একজনও বাঙ্গালিকে প্রধানমন্ত্রী হিসেবে পেল না ভারত। একবারই সেই সম্ভবনাকে খুব কাছ থেকে দেখেছিল বাংলা। জ্যোতি বসু৷ ৮ জুলাই এই কিংবদন্তি রাজনৈতিক ব্যক্তিত্বের ১১0 তম জন্মবার্ষিকী৷
বিলেতে পড়াশোনা শেষ হওয়ার পর কমিউনিস্ট রাজনীতিতে হাতেখড়ি। একটানা দু'দশক সফল বিরোধী নেতার ভূমিকায় থাকার পর ১৯৬৭ সালে জ্যোতি বসু প্রথম মন্ত্রী হলেন যুক্তফ্রন্ট সরকারের। তার ঠিক এক দশক পর তৈরি হল বামফ্রন্ট সরকার। জ্যোতি বসুর রাজনৈতিক জীবন প্রায় সাত দশকের৷
টানা ২৩ বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। কমিউনিস্ট পার্টির নেতৃত্বে সংসদীয় ব্যবস্থায় এত বছরের সরকার চালানো সারা বিশ্বেই বেনজির। তাঁর শাসনকালে বাংলায় পঞ্চায়েত ব্যবস্থার শক্তিবৃদ্ধি, ভূমি সংস্কারের মতো সামাজিক-রাজনৈতিক ক্ষেত্রে মোড় বদলে দেওয়া কাজ হয়েছে, আবার প্রায় আড়াই দশকের এই কালপর্ব জন্ম দিয়েছে অসংখ্য বিতর্কের। কিন্তু জ্যোতি বসু তো কেবল একজন রাজনীতিবিদ ছিলেন না, আলো-অন্ধকার মিলিয়ে তিনি হয়ে উঠেছিলেন বঙ্গরাজনীতির মহীরুহ।