দোলে (Holi Utsav 2022) কি গরম বাড়বে! আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী তিন-চারদিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা (West Bengal Weather Forecast) অনেকটাই বাড়বে। আপাতত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতার দিকে সকাল ও সন্ধেয় হালকা শীতের আমেজ থাকলেও বেলা বাড়লেই বাড়ছে গরম (Summer)। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। চলতি সপ্তাহ থেকেই শীতের আমেজ সম্পূর্ণ চলে যাবে, আর জাঁকিয়ে গরম পড়বে।
সোমবার সকালে কলকাতায় (Kolkata) তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা এক ডিগ্রি সেলসিয়াসের নিচে। রবিবার বিকেলে তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ২৫-৮৯ শতাংশ।
আরও পড়ুন: বিশ্বজুড়ে কোভিডে মারা গিয়েছেন ১ কোটি ৮২ লক্ষ, ভারতে অন্তত ৪১ লক্ষ, বলছে গবেষণা
উত্তরবঙ্গ ও সিকিমের ওপর ঘূর্ণাবর্ত আছে। তবে এতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। মঙ্গলবার থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।