বড়দিনের (Christmas 2022) আগে খুশির খবর। টানা ৩ দিন ছুটি পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা (Govt Employee)। এমনই বিবৃতি দিয়ে জানিয়েছে নবান্ন। এবার ২৫ ডিসেম্বর পড়েছে রবিবার। সেদিন এমনিই ছুটি। তার আগে ২৪ ডিসেম্বর শনিবার। সেদিনও অধিকাংশ সরকারি দফতরে ছুটি থাকবে। জানানো হয়েছে, ২৬ ডিসেম্বরও ছুটি পেতে চলেছেন সরকারি কর্মচারীরা। অর্থাৎ ২৪-২৬ ডিসেম্বর, তিনদিন টানা ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা।
মঙ্গলবার রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিবের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই ছুটির কথা জানানো হয়েছে। বলা হয়েছে, রাজ্যের আপৎকালীন পরিষেবায় যারা যুক্ত, তারা ছাড়া রাজ্য সরকারের দফতর, নিয়ন্ত্রণাধীন সংস্থা, অধিকৃত সংস্থা ও সরকারি পোষিত সংস্থাগুলির কর্মীরাও এই ছুটি পাবেন।
আরও পড়ুন: বইপোকাদের জন্য সুখবর, জানেন কবে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা?
বছর শেষে উপরি ছুটি পাওয়ায় খুশি রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ। অনেকেই বড়দিনের ছুটিতে ট্রিপ প্ল্যান করছেন অনেকেই। সপরিবারে ঘুরে আসার পরিকল্পনাও সেরে ফেলেছেন অনেক সরকারি কর্মচারী।