গত ২৪ ঘণ্টায় দুটি বাঘের হানায় (Tiger Attack) জখম তিন। শুক্রবার গোসাবা ব্লকে (Gosaba) একটি বাঘ ঢুকে পড়ে। বাঘের হাতে জখম হন এক বনকর্মী। কুলতলিতেও (Kultoli) ফের বাঘের আতঙ্ক। বাঘের আক্রমণে গুরুতর জখম দুই মৎস্যজীবী। শুক্রবার কাঁকড়া ধরতে গিয়ে বাঘের কবলে পড়েন তাঁরা। একজনকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় আনা হয়েছে।
শুক্রবার গোসাবা ব্লকে বাঘ ঢুকে পড়ায় সক্রিয় হন বনকর্মীরা। বাঘটিকে জঙ্গলের দিকে পাঠানোর চেষ্টা করেন বনকর্মীরা। সেই সময় অতর্কিত আক্রমণে জখম হন বনকর্মী পার্থ হালদার। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাঁকে।
এদিকে গত কয়েকদিন ধরে কুলতলিতে বাঘের আতঙ্ক ছড়ায়। শুক্রবার ফের হানা দেয় বাঘ। রাতে বিদ্যাধরী নদীতে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের কবলে পড়েন দুই মৎস্যজীবী অমল দণ্ডপাত ও খোকন মুন্ডা। গুরুতর জখম হন তাঁরা।
আরও পড়ুন: বাঘের পায়ের ছাপ দেখা গেল সুন্দরবনের সাতজেলিয়াতে, আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা
বনদফতর সূত্রে খবর, গোসাবায় বাঘটিকে জঙ্গলে ফেরত পাঠানোর জন্য পটকা ফাটানো হচ্ছে। জাল দিয়ে চারদিক ঘিরে দেওয়া হচ্ছে। চলছে সতর্কতামূলক প্রচারও।