রেললাইনে ফাটল । প্রায় দু'ঘণ্টার জন্য ব্যাহত পরিষেবা । শনিবার সকাল থেকেই দুর্ভোগের মুখে পড়লেন তারকেশ্বর-হাওড়া ডাউন লাইনের (Tarakeswar-Howrah Down Line) যাত্রীরা । যদিও আপের পরিষেবা স্বাভাবিক রয়েছে । রেললাইন সারানো হলেও ডাউনে এখন ট্রেন চলছে ধীরে ।
জানা গিয়েছে, শনিবার সকালে তারকেশ্বরের কৈকালা স্টেশনের কাছে লাইনে ফাটল দেখা দেয় । এদিন, ৫টা ৫০ মিনিট নাগাদ তারকেশ্বর-হাওড়া ডাউন ট্রেন (Train Service Disrupted ) ছাড়ে । ট্রেনটি কৈকালা স্টেশন ছাড়ার পরই ফাটল নজরে আসে। খবর পেয়ে তড়িঘড়ি রেল কর্মীরা লাইন মেরামতের কাজ শুরু করে দেন । লাইন সারানো হয়েছে । সকাল সাড়ে ৭টার পর ট্রেন চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে । তবে, একাধিক ট্রেন দেরিতে চলছে বলে খবর ।
রেলের তরফে জানানো হয়েছে, আপ লাইনের পরিষেবা স্বাভাবিক রয়েছে । তবে, ডাউনে পরিষেবা এখনও পুরোপুরি স্বাভাবিক নয় । সময় লাগবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ ।