রূপান্তরকামী হওয়ায় এক ব্যক্তিকে রক্তদানে বাধা দেওয়ার অভিযোগ উঠল কলকাতায়! অভিযোগ, একজন স্বাস্থ্যকর্মী ওই রূপান্তরকামীকে রক্তদান করতে বাধা দিচ্ছেন। তিনি বলছেন, ওই রূপান্তরকামীর রক্ত নিলে এইচআইভি সংক্রমণের আশংকা থাকতে পারে।
মানবাধিকার সংগঠন এপিডিআর নেতা রঞ্জিত শূর এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন। তাঁর কথায়, "আমি মনে করি এটি মানবাধিকার লঙ্ঘণের ঘটনা৷ দুঃখের বিষয় হল, এই ঘটনার পর আমি ন্যাশনাল ব্লাড ট্রানৃসফিউশন কাউন্সিলের একটি গাইডলাইন দেখি। তাতে লেখা রয়েছে ট্রান্সজেন্ডার, গে, লেসিবিয়ানরা রক্ত দিতে পারবেন না৷ কিন্তু কেন পারবেন না সেই কারণ সঠিকভাবে লেখা নেই।"
কলকাতা মেডিক্যাল ব্যাঙ্কের সচিব আশিস চক্রবর্তী জানিয়েছেন, তাঁরা গোটা রাজ্য জুড়েই রক্তদান শিবির করেন। কিন্তু বহুক্ষেত্রেই দেখা যায় ট্রান্সজেন্ডাররা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী বা সংগঠকদের দ্বারা উপেক্ষিত হচ্ছেন।"
এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন অধ্যক্ষ তথা রূপান্তরকামী অধিকার আন্দোলনের বিশিষ্ট মুখ মানবী বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, এই ঘটনা অত্যন্ত অমানবিক। মনবীর প্রশ্ন, "কী থেকে বোঝা গেল রূপান্তরকামীদের রক্ত নিলে এইচআইভি সংক্রমণের ঝুঁকি বেশি? রূপান্তরকামীরা যৌনকর্মী নন। তাঁরা নিজেদের লিঙ্গ পরিবর্তন করেছেন।"