দত্তপুকুরে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যে খাদ্য মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এলাকাবাসীরা। পাশাপাশি তৃণমূলকে কাঠগড়ায় তুলেছে বিজেপি ও বাম। যদিও সব অভিযোগ অস্বীকার করে তৃণমূলের অবশ্য দাবি, এই বিস্ফোরণের পিছনে একজন ISF নেতার হাত রয়েছে। তিনিই পুরো ঘটনার সঙ্গে জড়িত। কিন্তু নওশাদ সিদ্দিকী এর পালটা জবাবে বলেছেন স্থানীয় দুই তৃণমূল নেতার মদতেই অবৈধ বাজি কারখানার কারবার চলছে।
Duttapukur Blast: অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ, খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ এলাকাবাসীর
রবিবার সকালে দত্তপুকুরে বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে এই ঘটনার পরেই প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এলাকাবাসীরা। তাঁদের অভিযোগ, প্রশাসনের সহযোগিতায় ওই এলাকায় রমরমিয়ে চলছে অবৈধ বাজি কারখানা।
বেআইনি বাজি কারখানা রুখতে কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক জেলায় তল্লাশি চালিয়েছিল পুলিশ। উদ্ধার করেছিল প্রচুর অবৈধ বাজি। কিন্তু তারপরেও পরিস্থিতি একই রয়ে গেছে।