অভিনব কায়দায় বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে নিজের প্রচার করছেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। পাঁচ বছর আগে বিজেপির জেতা আসনে এখনও প্রার্থী ঘোষণা করতে পারেনি গেরুয়া শিবির। তাই অনেকটা ফাঁকা রাস্তাতেই সাইকেল চালিয়ে এলাকাবাসীর মন জয়ের চেষ্টা করলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন এই ক্রিকেটার। তাঁর সাইকেল চালিয়ে প্রচারের ভিডিও এখন ভাইরাল।
২০০৯ সালে প্রথম লোকসভা ভোট হয় এই কেন্দ্রে। রাজ্যে পালাবদলের আগে এই কেন্দ্রে জয়ী হন সিপিএমে সাইদুল হক। পাঁচ বছর পর এই কেন্দ্র থেকে জিতে ঘাসফুল ফুটিয়েছিলেন তৃণমূলের মমতাজ সঙ্ঘমিত্রা। ২০১৯ সালে তাঁকে হারিয়েই সাংসদ হন বর্ষীয়ান সুরিন্দর সিং আলুওয়ালিয়া।
ইতিমধ্যেই কীর্তির বিরুদ্ধে বহিরাগত হওয়ার অভিযোগ উঠেছে। বিজেপির অভিযোগ, ভিন রাজ্য থেকে প্রার্থী করে দুর্গাপুরের মানুষকে অপমান করেছে তৃণমূল। তৃণমূল পাল্টা জানিয়েছে, এই কেন্দ্রে এখনও প্রার্থীই দিতে পারেনি বিজেপি। তাতেই স্পষ্ট বাংলার ভোটে কতটা পিছিয়ে রয়েছে গেরুয়া শিবির।