ব্যবধান মাত্র কয়েক ঘণ্টার। লোকসভার পর সংসদের বাইরেও বিরোধী জোট ইন্ডিয়ার তোপের সামনে কেন্দ্রের বিজেপি সরকার। বুধবার ভারত ছাড়ো আন্দোলনের দিনেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়া স্লোগান, বিজেপি দিল্লি ছাড়ো। তাঁর অভিযোগ, “মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান কিছুই ওদের কাছে গুরুত্বপূর্ণ নয়। ওদের কাছে গুরুত্বপূর্ণ শুধুই ভোট।”
এদিন আদিবাসী দিবসের অনুষ্ঠান যোগ দিয়ে মমতার অভিযোগ, জিএসটির নাম করে রাজ্যের থেকে বেশির ভাগ টাকা কেটে নিয়ে চলে যাচ্ছে কেন্দ্র। আটকে রাখা হয়েছে ১০০ দিনের কাজ এবং আবাস যোজনার টাকা। তাঁর দাবি, এই সরকারের মসনদ আঁকড়ে বসে থাকার কোনও অধিকার নেই।
মমতার এই সমালোচনার কয়েক ঘণ্টা আগেই লোকসভায় মণিপুর বিতর্কে যোগ দিয়ে মোদী সরকারের বিরুদ্ধে গোলা ছোড়েন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। রাবণের সঙ্গে তুলনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। যা নিয়ে সংসদে হইচইও হয়। ঝাড়গ্রামেও প্রধানমন্ত্রীকেই নিশানা করেন মমতা।
তৃণমূল নেত্রীর অভিযোগ, “মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান কিছুই ওদের কাছে গুরুত্বপূর্ণ নয়। ওদের কাছে গুরুত্বপূর্ণ শুধুই ভোট।” অভিযোগ করা হয়েছে, “যতটা বকেন প্রধানমন্ত্রী, তার একাংশও করে দেখান না। ভোটের সময় আবার বলবে ফ্রি-তে রেশন দেব। এখন কেন বন্ধ? দিল্লি থেকে হরিয়ানা থেকে ঝাঁকে ঝাঁকে মানুষ ফিরে আসছে। বাংলার মানুষ বঞ্চনা সহ্য করে না, লাঞ্চনা সহ্য করে না, শোষণ সহ্য করে না।”