একপাশে ইডি। অন্যপাশে সিবিআই। মাঝখানে শুভেন্দু অধিকারী। এক ব্যক্তিকে রাজ্য়ের বিরোধী দলনেতা সাজিয়ে বাঁকুড়ার রাস্তায় অভিনব প্রতিবাদ শাসক দল তৃণমূল কংগ্রেসের। সারদা ও নারদা ইস্যুকে ফের উস্কে দিয়ে তৃণমূল কর্মীদের দাবি, অবিলম্বে গ্রেফতার করতে হবে বিজেপি নেতাকে। পাল্টা জবাবে বিজেপি বলল, ক্ষমতা থাকলে শুভেন্দুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ করুক সরকার।
এদিন সকালে পাত্রসায়রের নারায়ণপুরে এই অভিনব প্রতিবাদ দেখান তৃণমূল কর্মী-সমর্থকররা। মঙ্গলবার থেকেই কেন্দ্রের দুই এজেন্সি ইডি এবং সিবিআইয়ের বিরুদ্ধে প্রতিবাদে পথে নেমেছে রাজ্য়ের শাসক দল। মূলত, পার্থ চট্টোপাধ্য়ায় এবং অনুব্রত মণ্ডলের গ্রেফতারি নিয়ে কাঠগড়ায় তোলা হয়েছে এই দুই এজেন্সিকে।
এক ব্যাক্তির মুখে শুভেন্দু অধিকারীর মুখোশ পরিয়ে তার কোমরে দড়ি বেঁধে ঘোরানো হয় বাজার। তৃনমূলের বিক্ষোভকারীদের অভিযোগ, সারদার ঘটনায় শুভেন্দু অধিকারী কী করেছেন তা সকলেই দেখেছে। কিন্তু সিবিআই ও ইডি তাঁকে না গ্রেফতার করে তৃনমূল নেতাদের গ্রেফতার করছে।