বয়সের ব্যবধান মাত্র এক সেকেন্ড। মাধ্যমিকের মার্কশিটেও মোট প্রাপ্ত নম্বরের ব্যবাধানও ওই একই। বিশ্বভারতীর মাধ্যমিক পরীক্ষায় প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারী যমজ দুই ভাই। ৯৬.৬৭ শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছে রোদ্দুর। ৯০০ নম্বরের মধ্যে সে পেয়েছে ৮৭০। দ্বিতীয় স্থানাধিকারীর নাম দিগন্ত । সে পেয়েছে ৯৬.৫৬ শতাংশ নম্বর। তার বেশ অবাক শিক্ষক এবং সহপাঠীরা। দুই ভাই মম-পম নামেও পরিচিত।
বিশ্বভারতীর শিক্ষাসত্রের ছাত্র দুজন। পড়াশোনা ছাড়াও গান, তবলা, আঁকা এবং ভায়োলিনে ঝোঁক রয়েছে ভাইয়েদের।
Amitabh-Anushka: বিনা হেলমেটে বাইকে, অমিতাভ-অনুষ্কার বিরুদ্ধে পদক্ষেপ মুম্বই পুলিশ
প্রতি বছর মহালয়ার দিন বিশ্বভারতীতে যে আনন্দমেলা উদ্যাপিত হয়, তার উদ্বোধন করে সে বছরের মাধ্যমিকের প্রথম স্থানাধিকারী, সেটা ভেবেই সবচেয়ে আনন্দ রোদ্দুরের।’’ আর দ্বিতীয় স্থানাধিকারী দিগন্ত বলে, ‘‘পড়াশোনার সময় এক জন অন্য জনকে দুর্বল বিষয়গুলোয় গাইড করতাম। এ ভাবেই আমাদের এসেছে সাফল্য এসেছে।’’