ঝড়ে প্যান্টোগ্রাফ ভেঙে একই লাইনে ২টি দূরপাল্লার ট্রেন থমকে। শুক্রবার সন্ধে ৬টা নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের বনপাশ স্টেশনের রেলগেটের কাছে। বৃষ্টির পর থেকে স্টেশনে আটকে হাওড়া-সরাইঘাট এক্সপ্রেস ও হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেস। চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা।
বনপাশ স্টেশনের রেলগেটের সামনে ট্রেন দাঁড়ানোর, রাস্তাতেও তীব্র যানজট তৈরি হয়েছে। ২টি ট্রন দীর্ঘক্ষণ আটকে থাকায় আপ-বর্ধমান-রামপুরহাট লোকালও আটকে পড়েছে। বর্ধমান স্টেশনে দাঁড়িয়ে বিশ্বভারতীয় ফাস্ট প্যাসেঞ্জার।
আরও পড়ুন: কলকাতায় বৃষ্টির সঙ্গে বজ্রপাত, ধাপায় প্রাণ হারালেন ২ মহিলা, জখম ১
প্য়ান্টোগ্রাফ ভেঙে পড়ায় সমস্যায় পড়েছেন যাত্রীরা। প্যান্টাগ্রাফ ভেঙে এই দুর্ঘটনা প্রসঙ্গে পূর্বরেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।