রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি উন্মোচনকে কেন্দ্র করে কালনা কলেজের (Kalna College) মধ্যেই মারপিটে জড়িয়ে পড়ল তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) দুটি গোষ্ঠী। এই ঘটনায় টিএমসিপির একটি গোষ্ঠী স্থানীয় তৃণমূল বিধায়কের ছেলে সহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে । পুলিশ চার জনকে গ্রেপ্তার করেছে।
তৃণমূল ছাত্র পরিষদের একটি গোষ্ঠীর অভিযোগ, কলেজের বাংলা বিভাগে শনিবার রবীন্দ্র মূর্তি উন্মোচনের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু সেই বিষয়ে তাদের কিছুই জানানো হয়নি। এর প্রতিবাদে তারা কলেজ চত্বরে যখন শান্তিপূর্ণ ভাবে স্লোগান দিয়ে প্রতিবাদ করছিল তখন স্থানীয় তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগের ছেলে কুণাল তার অনুগামীদের নিয়ে হামলা চালায়। হামলাকারীদের হাতে লাঠি, হকি স্টিক ছিল। এই ঘটনায় এক ছাত্রের মাথা ফেটেছে, আরও কয়েক জন জখম হয়েছে। শেষ পর্যন্ত অনুষ্ঠানটি ভেস্তে যায়। এই অনুষ্ঠানে অন্যতম আমন্ত্রিত ছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ।
TMCP on Aliah University: আলিয়াকাণ্ডে অভিযুক্তকে আগেই দল থেকে বহিষ্কার, বিবৃতি দিল টিএমসিপি
বিধায়ক বলেন, ‘আজ রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি উন্মোচনের কথা ছিল। কলেজ কর্তৃপক্ষ আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। আমরা (কলেজে) এসেছিলাম কিন্তু কিছু বহিরাগত যাদেরকে চিনি না তারা এসে অবরোধ করে জায়গাটি (অনুষ্ঠান স্থল) ঘিরে রেখে দিয়েছে । আমি তাই (কলেজ থেকে) বেরিয়ে যাচ্ছি।’
সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ বলেন, ‘আন্দোলনকারী ছাত্রদের দাবি কলেজের দুই জন অস্থায়ী কর্মীও নাকি তাদের মেরেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেব।’