এক বেলার বৃষ্টিতে জলমগ্ন শ্রীরামপুর। না এই শ্রীরামপুর হুগলিতে (Hoogly) নয়। এই অঞ্চল বাঁকুড়ার (Bankura) ইন্দাসের। সোমবার দুপুর থেকে টানা বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের (South Bengal) বিভিন্ন জেলায়। তার জেরে ইন্দাস ব্লকের বেশ কিছু গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে।
মূলত দুটি গ্রাম শ্রীরামপুর এবং দেড়িয়াচকের প্রায় ১৬০টি পরিবার এখন কার্যত জলবন্দি। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশাসনের কাছে অভিযোগ জানাতে জানাতে তাঁরা ক্লান্ত। কিন্তু তারপরেও এই অবস্থা। গ্রামবাসীরা জানিয়েছেন, সোমবার দুপুর তিনটে থেকে টানা বৃষ্টি চলছে।
আরও পড়ুন : বাসি খালের পেটে গ্রামের অর্ধেক সম্পত্তি, বর্ষায় বুক কাঁপে সুর্বণরেখার পাশের বাসিন্দাদের
গ্রামে ঢুকে দেখা গেল কোমর ছাড়িয়েছে জমা জল। বইছে শব্দ করেন। বাজার, দোকন প্রায় সবই জলের তলায়। সপ্তাহের মাঝে বন্ধ করা হয়েছে স্কুলও। গ্রামবাসীরা উদ্বিগ্ন জমা জল নিয়ে। কারণ, শহরের পাশাপাশি বাড়ছে জলবাহিত রোগের প্রকোপ।