কলকাতা পুরনিগমে (Kolkata Municipal Corporation) চাকরির ভুয়ো নিয়োগপত্র ইমেলে পাঠিয়ে চাকরিপ্রার্থীদের প্রতারিত করছিল দুষ্কৃতীরা। তদন্তে নেমে সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা দু’জনকে গ্রেফতার করেছে।
বিষয়টি প্রথম কলকাতা পুরনিগমের নজরে আনেন এক চাকরিপ্রার্থী। তিনি ইমেলে চাকরির ভুয়ো নিয়োগপত্র পেয়েছিলেন। এর পরেই সাইবার ক্রাইম শাখায় বিষয়টি নিয়ে অভিযোগ করেন পুরনিগমের সচিব হরিহরপ্রসাদ মণ্ডল। দুষ্কৃতীরা সচিবের ইমেল আইডির মতো একটি ভুয়ো আইডি তৈরি করেছিল, সেই সঙ্গে একাধিক ভুয়ো নথিও তৈরি করেছিল। ভুয়ো মেল আইডি থেকে চাকরির নিয়োগপত্র পাঠানো হত।
Jagdeep Dhankhar:রাজ্যপাল জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী
তদন্তে নেমে নদিয়ার রানাঘাটের ধানতলা এবং তাহেরপুর এলাকায় তল্লাশি চালায় পুলিশ। অভিজিৎ সাধু (২৭) এবং রকি মৃধা (৩০) নামে দুই যুবককে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে মোবাইল, ল্যাপটপ এবং সিম কার্ড বাজেয়াপ্ত করেছে সাইবার ক্রাইম শাখা।