RG কর কাণ্ডে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যাঁরা আক্রমণ করবেন তাঁদের আঙুল ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। শাসক দলের ওই নেতার বক্তব্যে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।
RG কর ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তের ফাঁসির দাবিতে শনিবার কোচবিহারে একাধিক কর্মসূচি গ্রহণ করেছিল তৃণমূল কংগ্রেস। কোচবিহার সদর, দিনহাটা, মাথাভাঙা, তুফানগঞ্জ সহ একাধিক জায়গায় বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। কর্মসূচি চলাকালীন কোচবিহারের সাগরদিঘিতে গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ সমাবেশে ভাষণ দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। সেখানেই তিনি ওই মন্তব্য করেন।
কী বললেন উদয়ন গুহ?
তিনি বলেন, "এই ঘটনায় যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছেন, যাঁরা আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গালাগালি করছেন, যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছেন সেই আঙুলগুলো চিহ্নিত করে ভেঙে দেওয়ার বন্দ্যোবস্ত করতে হবে। না হলে এরা বাংলাকে বাংলাদেশ তৈরি করার চেষ্টা করবে।"