ঘরের মেয়ের ঘরে ফেরা। বাবা-মায়েদের ভাল তো লাগেই, তবে এবারের ফেরাটা একটু অন্যরকম। বিশ্বজয়ের উচ্ছ্বাস রয়েছে। গর্বিত বাবা-মায়েদের ঠোঁটের কোণের স্মিত হাসি বলে দিচ্ছে সেই কথা।
অনূর্ধ্ব ১৯ মহিলা বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের দুই বঙ্গ সন্তান তিতাস সাধু ও ঋষিতা বসু বৃহস্পতিবার সকালে আমেদাবাদ থেকে শহরে ফিরলেন।
বৃহস্পতিবার সকাল বারোটা নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছান তাঁরা। বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে উপস্থিত হন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস সহ সিএবি কর্তারা।
মহিলাদের অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ(U-19 Women's T20 World Cup Winner) জয়ের কারিগর তিন বঙ্গ তনয়াকে এবার পুরষ্কৃত করতে চায় সিএবি। উইকেটরক্ষক রিচা ঘোষ, বোলার তিতাস সাধু এবং হৃষিতা বসুকে সংবর্ধনা জানাতে চায় ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB)। শুধু তাই নয়, এই ত্রয়ীর নামে বরাদ্দ হয়েছে লক্ষাধিক টাকাও। তিন বঙ্গ তনয়াকে ১০ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়(CAB President Snehasish Ganguly। 'ক্রিকেটের নন্দনকানন' ইডেনে তাঁদের সংবর্ধিত করা হবে বলেই খবর।