এস এস কে এম হাসপাতালের শৌচালয় থেকে উদ্ধার এক ছাত্রীর ঝুলন্ত দেহ। ঘটনার জেরে রহস্য দানা বেঁধেছে। আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও রহস্য আছে তা জানা যায়নি।
মৃত ওই ছাত্রীর বাড়ি রায়গঞ্জে। তিনি SSKM হাসপাতালে নার্সিং পড়ছিলেন। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়ার। এরপর সহপাঠীরা তাঁর খোঁজ শুরু করেন। সেসময় লিটন হস্টেলের শৌচালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।
উদ্ধারকারীরা জানিয়েছেন, ওই ছাত্রী আচ্ছন্ন অবস্থায় ছিলেন। তাঁকে উদ্ধার করে দ্রুত হাপপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কী কারণে ওই ছাত্রীর মৃত্য়ু তা বিস্তারিত জানা যায়নি।
Read More- আপার প্রাইমারির মেধাতালিকা প্রকাশ এসএসসির, আদালতেই হবে ভাগ্যনির্ধারণ
এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় এখনও রাজ্য রাজনীতি উত্তাল। এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বেশ কয়েকজনকে আতস কাচের তলায় রেখেছে পুলিশ।এখনও তদন্ত চলছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এস এস কে এমের ঘটনায় ফের চাঞ্চল্য তৈরি হয়েছে।