সারা দেশের পাশাপাশি বাংলাতেও আজ থেকে শুরু হল ১৫ থেকে ১৮ বছর বয়সিদের ভ্যাকসিনেশন (Vaccination)। কলকাতা পুরসভার ১৬টি স্কুল ও ৩৭টি কোভ্যাক্সিন সেন্টার থেকে দেওয়া হবে ভ্যাকসিন(vaccination), এ কথা আগেই জানানো হয়েছিল। পাশাপাশি জেলাতেও আজ থেকে শুরু হচ্ছে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের ভ্যাকসিনেশন। তার নাম নথিভুক্তিকরণের (Registration) প্রক্রিয়া চালু হয়েছে বছরের প্রথম দিন থেকেই।
চেতলা গার্লস হাইস্কুলে মেয়রের উপস্থিতিতে শুরু হল কিশোরদের টিকাকরণ
হুগলীর সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়, কোচবিহারের তুফানগঞ্জ মহকুমার স্কুলে শুরু হল টিকাকরণ, কোভিড বিধি মেনেই টিকা নেওয়ার লাইনে দাঁড়ালেন পড়ুয়ারা। ভ্যাকসিন নেওয়ার পর কমপক্ষে আধঘণ্টা পর্যবেক্ষণে রেখে পড়ুয়াদের ছাড়া হবে।