তাঁদের ফাঁসিয়ে দেওয়ার জন্যই বগটুই (Bagtui) গ্রামে একের পর এক বাড়িতে অগ্নিকাণ্ড ঘটানো হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সফরের আগে গ্রামে ফিরে এমনই দাবি করলেন ভাদু শেখের মা রাজেকুন বিবি।
ভাদু শেখ খুনের পর থেকেই গ্রামছাড়া ছিলেন তাঁর পরিবারের সদস্যরা। মুখ্যমন্ত্রীর সফরের আগে গ্রামে ফিরলেন তাঁরা। ভাদুর মা রাজেকুন বলেন, "আমাদের ফাঁসিয়ে দেওয়ার জন্যই গ্রামের বিভিন্ন বাড়িতে আগুন লাগানো হয়েছে৷ মুখ্যমন্ত্রীকে বলব তিনি যেন গ্রামে শান্তি ফিরিয়ে আনেন।"
আরও পড়ুন: Birbhum violence: রামপুরহাটের পথে মমতা, মুখ্যমন্ত্রীর পরিদর্শনের আগে গ্রামে বসল সিসি ক্যামেরাও
ভাদুর মা, বাবা, সন্তান-সহ পরিবারের সদস্যরা গ্রামে ফিরেছেন। রীতিমতো কড়া পুলিশি পাহারায় রয়েছেন তাঁরা।