পড়ুয়াদের দিকে ঢিল ছোঁড়ার অভিযোগ উঠল বিশ্বভারতীর (Viswa Bharati) উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে। অভিযোগ, ছাত্র বিক্ষোভের (Student Protest) মধ্যে দিয়ে উপাচার্যকে নিয়ে যাচ্ছিলেন নিরাপত্তারক্ষীরা। সেই সময়েই তাঁকে দেখা যায় পড়ুয়াদের দিকে ঢিল ছুড়তে। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ওই ভিডিয়ো। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা।
গত কয়েকদিন ধরেই বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনের সামনে বিক্ষোভ চালাচ্ছেন পড়ুয়ারা। ফলে কার্যত ২১ দিন ধরে ঘরবন্দি ছিলেন উপাচার্য। মঙ্গলবার এই বিক্ষোভের মধ্যেই বাইরে বেরিয়েছিলেন উপাচার্য। আর তারপরেই কার্যত কুরুক্ষেত্রে পরিণত হয় বিশ্ববিদ্যালয় চত্বর।
আরও পড়ুন- CBI এত স্মার্ট হলে হেফাজতে মৃত্যু কেন, প্রশ্ন মমতা বন্দোপাধ্যায়ের