মাথার উপর রয়েছে পাঁচটি মামলা। তার পরিপ্রেক্ষিতেই জিজ্ঞাসাবাদের জন্য বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনে পুলিশ। মূলত কলকাতা হাই কোর্টের নির্দেশেই এই পদক্ষেপ বীরভূম জেলা পুলিশের। গোটা জিজ্ঞাসাবাদের ভিডিও রেকর্ডিং করা হচ্ছে। পাঁচ মামলার মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগও।
জানা গিয়েছে, প্রাক্তন উপাচার্যের বিরুদ্ধে সরকারি বাংলো জবরদখল করে রাখার অভিযোগও রয়েছে। সেই পূর্বিতাতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে গিয়েছে পুলিশ। তাঁকে শান্তিনিকেতন থানায় হাজিরা দেওয়ার জন্য তলবও করা হয়। তিন সপ্তাহের জন্য সময় চেয়ে নিয়েছিলেন বিদ্যুৎ চক্রবর্তী।
এরই মাঝে রক্ষাকবচের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন বিদ্যুৎ চক্রবর্তী। কলকাতা হাইকোর্টের অবসরকালীন বেঞ্চে মামলার শুনানি হয়। হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্ত স্পষ্ট করে দেন, গ্রেফতারির মতো কোনও কড়া পদক্ষেপ এখনই করতে পারবে না পুলিশ। হাইকোর্টের নির্দেশে বরং কিছুটা স্বস্তিতে রয়েছেন উপাচার্য।