ফের উত্তেজনা সন্দেশখালিতে। বৃহস্পতিবার সকালে সন্দেশখালি থেকে ফিরে আসেন রাজ্য পুলিশের DG রাজীব কুমার। এরপর বেলা গড়াতে শাহাজাহানের ভাই শেখ সিরাজের মাছের ভেড়ির আলাঘরে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পাশাপাশি গ্রামবাসীদের একাংশ ফের পুলিশের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
কী অভিযোগ গ্রামবাসীদের
গ্রামবাসীদের একাংশের অভিযোগ, স্থানীয় একটি মাঠ দখল নেয় শেখ শাহাজাহানের লোকজন। বৃহস্পতিবার সকালে ফের ওই মাঠে ঢুকে পড়েন গ্রামবাসীরা। সেখানে শেখ শাহাজাহানের নাম লেখা থাকলেও তা মুছে দেওয়া হয় বলে অভিযোগ।
এদিকে কী কারণে বৃহস্পতিবার ফের সন্দেশখালিতে উত্তেজনা শুরু হল তা নিয়ে নির্দিষ্ট করে জানা যায়নি। ঘটনার পর ওই এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।