West Bengal Municipal Election: ছাপ্পা, বোমা, ইভিএম ভাঙচুর, শেষ হল পুরভোট

Updated : Feb 27, 2022 19:09
|
Editorji News Desk

রাজ্যের (West Bengal) ১০৮টি পুরসভা নির্বাচনের (Municipal Election) আগে দলের 'অতি উৎসাহী'দের বার্তা দিয়েছিল তৃণমূল। ১০ দফা নির্দেশিকা জারি করে বলা হয়েছিল, কোনওরকম বেনিয়ম বরদাস্ত করা হবে না। কিন্তু বাস্তবে তার প্রতিফলন হল কই! সকাল থেকেই দেদার ছাপ্পা, বুথ দখল, দাদাগিরির অভিযোগ রাজ্য জুড়ে। সেই সঙ্গে বাইক বাহিনীর দাপট, বিরোধীদের মারধর। অধিকাংশ ক্ষেত্রে প্রত্যাশিত ভাবেই অভিযোগের তির শাসকদল তৃণমূল কংগ্রেসের (TMC) দিকে। তবে কোনও কোনও পকেটে ব্যতিক্রম রয়েছে। সে সব জায়গায় শাসকদলকে পাল্টা দিয়েছেন বিরোধীরা। তবুও ভোট শেষে রাজ্য় পুলিশের ডিজি মনোজ মালব্যর দাবি, “বিক্ষিপ্ত অশান্তি হয়েছে। তবে মোটের উপর শান্তিপূর্ণই হয়েছে ভোট। গুলি চালনার ঘটনা ঘটেনি। অশান্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে”।

রাজ্য জুড়ে কার্যত একতরফা দাপট দেখিয়েছে তৃণমূল। বিক্ষিপ্ত কয়েকটি জায়গায় প্রতিরোধের মুখে পড়তে হয়েছে তাদের। যেমন শান্তিপুরে সিপিএমের বিরুদ্ধে উঠেছে গা জোয়ারির অভিযোগ। কিন্তু তার বাইরে কার্যত প্রতিরোধহীন ছিল ভোট পর্বে শাসকের দাপট। বহরমপুরে নিজের গড়ে বিক্ষোভের মুখে পড়েন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। ভাটপাড়ায় (Bhatpara) নিজের বাড়ি থেকে বেরনোর সময় তুমুল বিক্ষোভ হয় সাংসদ তথা বিজেপি (BJP) নেতা অর্জুন সিংকে (Arjun Singh) ঘিরে। দুই ওজনদার বিরোধী নেতাই অভিযোগ করেন, প্রশাসনের মদতেই চলছে সন্ত্রাস। বালুরঘাটে (Balurghat) বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) সঙ্গে বচসা হয় পুলিশের।

আরও পড়ুন : পুরসভা নির্বাচনে সন্ত্রাসের অভিযোগ, সোমবার রাজ্যজুড়ে ১২ ঘণ্টা বনধের ডাক বিজেপির

বসিরহাটে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিজেপি। নির্বাচন কমিশনের (EC) বিক্ষোভ দেখায় কংগ্রেস (Congress)। বিভিন্ন জায়গায় শাসকদলের সঙ্গে খণ্ডযুদ্ধ হয় বামেদের। তবে এসব নেহাতই বিক্ষিপ্ত ঘটনা। অধিকাংশ ক্ষেত্রেই কোনও প্রতিরোধ হয়নি। উত্তর ২৪ পরগনার এক বিজেপি প্রার্থীকে দেখা যায় ক্যামেরার সামনেই কান্নাকাটি করতে।

তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল হিসাবে লড়াই করেছেন অনেকেই। তাঁদের উপরেও রীতিমতো গা জেয়ারির অভিযোগ উঠেছে। উত্তর ব্যারাকপুরের এক নির্দল প্রার্থীকে সংবাদমাধ্যমের সামনেই রাস্তায় ফেলে পেটানো হয়। এই ঘটনায় ব্যবস্থা নিতে বলেছে কমিশন। বনগাঁয় এক নির্দল প্রার্থীর মেয়েকে পেটানোর অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : কাঁথিতে দফায় দফায় সংঘর্ষ বিজেপি-তৃণমূলে, ভোটলুঠের অভিযোগ শুভেন্দু অধিকারীর

তাতে অবশ্য সব অভিযোগই খারিজ করে দিয়েছে শাসক তৃণমূল কংগ্রেস। বরং স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল জানিয়েছেন, ভোট শেষের সন্ধে বেলা হকি খেলা হবে। 

TMCCivic pollWest BengalCPMBJP

Recommended For You

editorji | লোকাল

Royal Bengal Tiger : পাতা ফাঁদে পা না দিয়ে জেলা বদল, ঝাড়গ্রাম থেকে কোথায় গেল বাঘিনী ?

editorji | লোকাল

Poush Mela 2024 : ৩ দিন নয়, ৬ দিন! মঙ্গলবার থেকে শান্তিনিকেতনে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী পৌষমেলা

editorji | লোকাল

Local Train Cancel : সামনেই নতুন বছর, এই আবহে হাওড়া শাখায় বাতিল ৬০টি ট্রেন, ৩২ দিন বন্ধ পরিষেবা

editorji | লোকাল

Memary News : কী ছিল গোয়াল ঘরে ? গাঁজার সঙ্গেই মিলল টাকা, মেমারিতে চাঞ্চল্য

editorji | লোকাল

West Bengal Weather Update: ডিসেম্বরে উধাও শীত, নিম্নচাপের জেরে সপ্তাহান্তে বৃষ্টি, বড়দিন কি মাটি?