'ওরে গৃহবাসী...'। বসন্ত উৎসব (Holi 2022) থেকে বঞ্চিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva Bharati)। কিন্তু বিশ্বভারতীর সংস্কৃতি ধরে রাখতে বিশ্ববিদ্যালয়ের বাইরেই বসন্ত উৎসব পালন আন্দোলনরত পড়ুয়াদের। রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে শোভাযাত্রা করে দোলের উৎসবে মেতে উঠলেন পড়ুয়ারা।
বিশ্বভারতীতে বসন্ত উৎসব (Basanta Utsav 2022) পালন না হওয়ায় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকেই (Vidyut Chakraborty) দায়ি করেছেন পড়ুয়ারা। এদিন বিশ্বভারতীর উপাসনা গৃহ থেকে শোভাযাত্রা শুরু হয়। শেষ হয় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাংলোর সামনে।
আরও পড়ুন: রাজ্যজুড়ে পালিত রঙের উৎসব, সাধারণ মানুষ থেকে মন্ত্রী, বাদ গেলেন না কেউই
গত কয়েকদিন ধরে হস্টেল খোলা সহ তিন দফা দাবিতে ১২ দিন ধরে ছাত্র আন্দোলন চলছে বিশ্বভারতীতে। পরীক্ষা ও বসন্ত উৎসব নিয়ে ভার্চুয়ালি একটি বৈঠকে বসেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। সেখানে তিনি জানান, সামনেই বসন্ত উৎসব, অন্যান্য অনুষ্ঠান যে ভাবে করা হয়, প্রথা মেনে সে ভাবেই করা হবে। তবে আগে যে আয়োজন করা হত, তা আর হবে না। বিদ্যুৎ চক্রবর্তীর অভিযোগ, রাজ্য সরকার ও রাজ্য পুলিশ ইচ্ছা করেই সাহায্য করে না।